স্টাফ রিপোর্টার।। লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, বাড়ির মালামাল লুট, অগ্নিসংযোগ, নারী ও পুরুষদের মারধোর, স্বর্ণ, ১টি গরু, ২টি ছাগল, ৪০ হাজার টাকা, ৩০ মন ধানসহ বসত বাড়ির আসবাপত্র ভাংচুর করে নিয়ে গেছেন ভাড়াটিয়া ডাঙ্গাবাজরা। বাড়িতে হামলার ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারী গ্রামে। আর এ ঘটনায় বিজ্ঞ আমলী আদালত (১) লালমনিরহাটে ১২ জনসহ ভাড়াটিয়া ৬০/৭০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারী গ্রামে মৃত: জমসের আলীর পুত্র আঃ রশিদ এর সাথে একই গ্রামের মৃত নজির হোসেনের খন্দকার ওরুপে মোনার পুত্র এন্তাজ খন্দকার ওরুপে বাবু গং এর দীঘদিন ধরে ৩৬ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এমনকি ওই জমি আঃ রশিদের ভোগ দখলে ছিল। বিভিন্ন ভাবে জমি দখল নিতে না পারায় হঠাৎ শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ৬০/৭০ জনের ভাড়াটিয়া দাঙ্গাবাজ হাতে লাঠি, ছোড়া, দা, কুড়াল, চাপাতি, বল্লম দেশীয় অস্ত্রসন্ত্রে সজ্জিত হয়ে দল বেঁধে খুন, জখম, হত্যার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, নারী ও পুরুষদের মারধোর, স্বর্ণ, ১টি গরু, ২টি ছাগল, ৪০ হাজার টাকা, ৩০ মন ধানসহ বসত বাড়ির আসবাপত্র ভাংচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যান। ভাড়াটিয়া দাঙ্গাবাজদের বাড়িতে হামলায় বাঁধা দিতে গিয়ে অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন, রশিদা (৪৮), কুলছুম (৩০), রবিউল (৩৫), আশরাফুল (৩৫), আবুল কালাম (৫৫) ও আঃ রশিদ (৬৫)। এসব আহতদের এলাকাবাসী উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে আঃ রশিদের অবস্থা অবনতি ঘটায় তাৎক্ষণিক ভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রশিদা বেগম বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত (১) লালমনিরহাটে ১২ জনসহ ভাড়াটিয়া ৬০/৭০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এতে অভিযুক্তরা হলেন, সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারী গ্রামের মৃত নজির হোসেনের খন্দকার ওরুপে মোনার পুত্র এন্তাজ খন্দকার ওরুপে বাবু (৬০), আউয়াল খন্দকার ওরুপে কালু (৫০), রফিকুল খন্দকার (৪৬), রাজা খন্দকার (৪২)। এন্তাজ খন্দকার ওরুপে বাবুর পুত্র আলীমুল খন্দকার (৩২), আনারুল খন্দকার (২৭)। পোড়া খন্দকারের পুত্র রকেট খন্দকার (৩০)। মৃত নুরুল হক খন্দকারের পুত্র লুৎফুল খন্দকার (৫৫)। লুৎফুল খন্দকারের পুত্র জাকির খন্দকার (২৭)। একই ইউনিয়নের আটবিল দর্পনস্কর গ্রামের রিপন সরকার (২৫) ও শিমুল সরকার (৩০) এবং জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাজ গ্রামের মৃত রহমত আলীর পুত্র আমজাদ হোসেন (৫৮) সহ অপরিচিত ভাড়াটিয়া ৬০/৭০ জন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি মোঃ শাহা আলম বলেন, ঘটনার দিন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে আহতরা থানায় কোন অভিযোগ করেননি। আদালতে মামলা হলে আদালত যা নির্দেশনা দিবে তা যথাযথভাবে পালন করা হবে।