স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাটে আসামি ধরতে গিয়ে হারিয়ে যাওয়া গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। সোমবার (২২) ফেব্রুয়ারী রাত আটটার দিকে শহরের কলেজ বাজার এলাকায় এক পথচারী পলিথিনে মোড়ানো ম্যাগাজিন’টি দেখতে পেয়ে ৯৯৯ কল দেয়। পরে সদর থানা পুলিশ ম্যাগজিনসহ গুলি উদ্ধার করে।
এর আগে লালমনিরহাট সদর থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) খালেকুল বাদশা আসামী ধরতে গিয়ে গত ২৭ জানুয়ারি ম্যাগজিনসহ ৮ রাউন্ড গুলি হারিয়ে ফেলেন। সে রাতেই এক রাউন্ড উদ্ধার হলেও বাকি ৭ রাউন্ড গুলি উদ্ধার করতে পারনি পুলিশ। গুলি হারানোর অভিযোগে ঔ এসআই কে সাময়িক বরখাস্তও করা হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।