লালমনিরহাটে করোনায় ক্ষতিগ্রস্ত দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে বেসরকারী উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ (বেসিক ইউনিট ফর রিসোর্সেস এন্ড অপরচুনিটিস অব বাংলাদেশ) এর উদ্যোগে ২৪৬ জন হতদরিদের প্রত্যেককে ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ৫ কেজি আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু জাফর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন, বুরো বাংলাদেশের ডিভিশনাল ম্যানেজার আব্দুস সালাম, এরিয়া ম্যানেজার সানোয়ার হোসেন, শাখা ব্যবস্থাপক জফির উদ্দিন শেখসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত শনিবার সংস্থাটি একই স্থানে ভারতের কেন্দ্রীয় ব্যাংক ‘স্টেট ব্যাংক অব ইন্ডিয়া’র অর্থায়নে করোনার কারনে ক্ষতিগ্রস্ত ২৪৪ জনকে একই পরিমানে খাদ্য সহায়তা প্রদান করে।