খাজা রাশেদ ।। লালমনিরহাটে কচুর লতি তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রাজু মিয়া (২৮) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক শহরের শাহজাহান কলোনীর বাসিন্দা বারেক মিয়ার পুত্র। বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় শহরের আলোরুপা সিনেমা হলের পিছনে পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত রাজু মিয়া শহরের আলোরুপা সিনেমা হলের পিছনে শামসুলের পুকুরে কচুর লতি তুলতে এসে পা পিছলে পানিতে পড়ে গভীরে তলিয়ে যায়। পরে এক পথচারী দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে রাজুর লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহা আলম জানান, রাজুর লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।