শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘের’ আয়োজনে মাদককে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থী ওপথচারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চ প্রাঙ্গণে প্রায় শতাধিক শিক্ষার্থী ও পথচারীর মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীরা এক হাতে গাছের চারা ও অন্য হাতে লালকার্ড নিয়ে মাদক, জঙ্গিবাদ ও ধর্ষণবিরোধী শপথ নেয়।
ব্যতিক্রমী এই কর্মসূচিতে অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, লালমনিরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স ও লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম।
এসময় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম জানান, লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা তাদের জমানো টাকায় গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি শুরু করেছে।
আগামী তিন মাসব্যাপী এ কার্যক্রম সারাদেশে পরিচালনা করা হবে। গত ৫ বছরে সংগঠনটি ৪ লাখ গাছের চারা বিতরণ করেছে। এ বছর সারাদেশে ১ লাখ গাছের চারা উপহার হিসেবে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করা হবে।