স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ছাত হরনারায়ন এলাকায় নিজ বাড়ী থেকে ব্রেস (৩০) নামের অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (২ আগস্ট) দুপুরে নিহতের নিজ বাড়ী থেকে দুর্গন্ধ বের হলে এলাকার কয়েকজন লোক বাড়ী গিয়ে ব্রেস এর হাত পা বাধা অবস্থায় মৃত দেখে সদর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে।
সে ব্রেস ছাত হরনারায়ন এলাকার মৃত প্রছন্ন কুমারের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানান, ব্রেস বাড়ীতে একাই থাকত। ধারনা করা হচ্ছে দুই তিন দিন আগে তাকে কে বা কাহারা হত্যা করেছে। ফলে লাশে পচন ধরে দুর্গন্ধ বের হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, এএসপি (এ সার্কেল) মারুফা জামাল ও সদর থানার অসি শাহা আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে এএসপি (এ সার্কেল) মারুফা জামাল বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। আমরা তদন্ত করে পরে বিস্তারিত জানাব।