লালমনিরহাটে এইচএমপি ওয়ার্ল্ড এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় শহরের মুন স্টার হোটেল এন্ড পার্টি সেন্টারে সুপার শপ করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এম ডি) মোঃ মহসিন প্রধানিয়া, বিশেষ অতিথি ছিলেন, কোম্পানির পরিচালক মোঃ সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলেন, এইচএমপি ওয়ার্ল্ড দেশের ৬৪ জেলায় সুপার শপ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে সেই সুপার শপ গুলোতে কোম্পানির উৎপাদিত বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যাবে।
ইতিমধ্যে কয়েকটি জেলায় সুপার শপ চালু হয়েছে। আগামীতে লালমনিরহাট সহ অন্যান্য জায়গায়ও সুপার শপ চালু করা হবে। এতে তিনি সকলের সহজ সহযোগিতা কামনা করেন। এবং কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট সকলের সামনে তুলে ধরেন।
কোম্পানির মার্কেটিং প্রতিনিধি, হারিস আহমেদ রাজু, আল হেলাল টেকনিকেল ট্রেনিং সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর সহ লালমনিহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
সঞ্চালক কোম্পানির মার্কেটিং প্রতিনিধি জাহিদ আহমেদ ও সার্বিক সহযোগিতায়, এজাজ আহমেদ তমাল, শাওন ইমতিয়াজ।।