স্টাফ রিপোর্টার।। কমিউনিটি স্কোরকার্ড বাস্তবায়ন এবং প্রজনন স্বাস্থ্যসেবা, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক দ্বি-বার্ষিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ে ইয়েস বাংলাদেশের আয়োজনে এ দ্বি-বার্ষিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভা ইয়েস বাংলাদেশ জেলা স্বেচ্ছাসেবক রায়হান হোসেন রনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন নির্মলেন্দু রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিনা বেগম মিনা।
এছাড়াও বক্তব্য রাখেন, বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, নতুন বাংলার সংবাদ পত্রিকার সম্পাদক ও ভোরেরপাতা’র জেলা প্রতিনিধি আসাদুল ইসলাম সবুজ সহ স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্যসেবা বঞ্চিত শিশু কিশোর প্রমূখ।