স্টাফ রিপোর্টার ।। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব-এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ আগষ্ট) সকালে আওয়ামীলীগ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান, সহ সভাপতি নজরুল ইসলাম রাজু, সেকেন্দার আলী, রিয়াজুল ইসলাম রিন্টু প্রমুখ।
জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নজরুল হক পাটোয়ারি ভোলার সভাপতিত্বে এসময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, সদস্য আতিকুর রহমান কুদ্দুস, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীরসহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব -এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ।