লালমনিরহাট জেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সম্প্রতি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেত্রী সফুরা বেগম রুমিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ফেসবুক আইডিতে লাইভ দিয়ে ভাইরাল করা হয়। এ ঘটনায় জেলা আওয়ামী লীগে নেতৃবৃন্দের মধ্যে চরম উত্তেজনাকর পরিবেশ তৈরী হয়। ঘটনার তিব্র প্রতিবাদ জানিয়ে জেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির ওই সভায় কেন্দ্রীয় আ’লীগ নেত্রীকে অপমানের নিন্দা প্রস্তাব আনা হয়।
এদিকে শনিবার জেলা আওয়ামীলীগে ওই পরিচিতি সভায় গন্ডগোল হতে পারে এমন আশংকায় জেলা শহরে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিল।
এদিকে জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী সাখাওয়াত হোসেন সুমন খান কে যুগ্ম সম্পাদক করা হয়। পরিচিতি সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি।
সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারি ভোলা, সিরাজুল হক, যুগ্ম সাধারন সম্পাদক আশরাফ হোসেন বাদল, গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খানসহ জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও শোক প্রস্তাবের মধ্য দিয়ে শুরু হয় এ পরিচিতি সভা । পরে একে একে জেলা আওয়ামীলীগের সব নবনির্বাচিত সদস্যের নাম ঘোষণা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান।