খাজা রাশেদ ।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী আকিজ বিড়ি ফ্যাক্টরিতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও অসহায় দুঃস্থ শ্রমিকের মাঝে খাবার বিতরন করা হয়।
বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ইউনিয়নের আয়োজনে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী আকিজ বিড়ি ফ্যাক্টরিতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীতে তার পরিবারবর্গের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ফ্যাক্টরির ১ হাজার ৫ শত জন অসহায় দুঃস্থ শ্রমিকের মাঝে খাবার বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আলহাজ্ব সোহরাব হোসেন, ফ্যাক্টরির আঞ্চলিক ব্যবস্থাপক রংপুর অঞ্চলের মো: আশিস মুর্শিদ, ভ্যাট অফিসার মো: রবিউল ইসলাম, আদিতমারী সাপ্টিবাড়ি আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড ব্যবস্থাপক মো: আবু তাহের প্রমুখ।