সামাজিক দুরত্ব রেখে লালমনিরহাট সদরের সাপটানা পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে, শিক্ষার্থীদের কে বাড়িতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, সামাজিক দুরত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি, শিক্ষাসুচির নিয়ম অনুযায়ী মুখে মাস্ক পড়া, স্কুলে এসে একই জায়গায় বসে নিয়মিত ক্লাস করার নির্দেশনা মুলক অভিভাবকদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ আলোচনা করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র রায়।
এ সময় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুধীর চন্দ্র বর্মন, সহকারী শিক্ষিকা দিল আফরোজ, সুমনা আক্তার সহ শতাধিক শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন।