স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাটের মহেন্দ্রনগর বাজারে রাতে ওয়াল ভেঙ্গে গোডাউন ঘরে দুর্ধর্ষ চুরি হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে দীঘদিন ধরে মুদির দোকানের ব্যবসা করে আসছেন হারাটি ইউনিয়নের ঢাকনাই গ্রামের এমদাদুল হকের পুত্র আজিজুল হক। তার ব্যবসা প্রতিষ্টানের নাম আজিজুল ষ্টোর। আজিজুল ষ্টোরে জায়গা সংকুলন হওয়ায় তার দোকান হইতে ২০০ গজ উত্তর পাশে মুদির দোকানের মালামাল রাখার জন্য একটি গোডাউন ঘর ভাড়া নেন। কিন্তু সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অজ্ঞাত নামা চোরের সংঘবদ্ধ দল ওয়াল ভেঙ্গে গোডাউন ঘরে ঢুকে দুর্ধর্ষ চুরি করেন। ওই সময় সংঘবদ্ধ চোরের দল ২০০ লিটার সোয়াবিন তেল, ডারবি সিগারেট ৩ বান্ডিল ও ৫০ কার্টুন গোল্ডিফ সিগারেট যার মুল্য প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যান। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আজিজুল ষ্টোরের মালিক আজিজুল হক বলেন, আমি একজন মুদি ব্যবসায়ী। হঠাৎ সোমবার রাতে আমার গোডাউন ঘরে ওয়াল ভেঙ্গে প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। আমি থানায় অভিযোগ করেছি। আইনের মাধ্যমে চুরির বিচার চাই।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি মোঃ শাহা আলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে সংঘবদ্ধ চোরের দলকে আটকসহ মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।