লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রপের সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২২ আগস্ট) বেলা ১২ টায় বুড়িমারী সফিয়ার রহমান রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বুড়িমারী স্থলবন্দরের আমদানি- রপ্তানিকারক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। স্থলবন্দরে সার্বিক ব্যবসা- বাণিজ্য সূচক বৃদ্ধি ও বন্দরের আমদানি- রপ্তানিকারকদের কল্যাণ সাধন এবং ভ্যাট পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমদানি- রপ্তানিকারক গ্রপের সভাপতি রুহুল আমীন বাবুল। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আমদানি- রপ্তানিকারক গ্রপের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন।
এ সময় এফবিসিসিআই সাধারণ পরিষদের সদস্য ও বুড়িমারী স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক গ্রপের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- আবু সাঈদ নেওয়াজ নিশাত, হুমায়ুন কবির সওদাগর, তাহাজুল ইসলাম বাবুল প্রমুখ।
আলোচনা সভায় বুড়িমারী স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক গ্রপের ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির তালিকা প্রকাশ করা হয়।