খাজা রাশেদ,লালমনিরহাট।।লালমনিরহাটের দুস্থ,ছিন্নমুল ও অসহায় মানুষের সংগঠন নদীভাংগা পরিষদের ১ যুগ পুর্তীতে দোয়া ও ইফতার বিতরণ করা হয়ছে।২৪ এপ্রিল(রবিবার)বাদ আসর লালমনিরহাট রেলওয়ে ষ্টেশনে বাদ আছর দোয়া মাহফিল শেষে ৩/৪শত জন দুস্ত ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরন করা হয়। এ সময়
নদী ভাংগা পরিষদের প্রতিষ্টাতা সম্পাদক এম এ হান্নান, সভাপতি শামীম আহমেদ, উপদেষ্টা সদস্য ইব্রাহীম খলিল,প্রচার সম্পাদক ফজলুল হক মানিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংগঠনের প্রতিষ্টাতা ও সাধারন সম্পাদক এম এ হান্নান বলেন, আজ থেকে এক যুগ আগে লালমনিরহাট রেলওয়ে ষ্টেশনে সমাজের বিভিন্ন অসহায় ও দুস্থ ছিন্নমুল মানুষের পাশে থেকে কিছু করার আকাংখা নিয়ে নদী ভাংগা পরিষদ প্রতিষ্টা করেছিলাম।সমাজের অবহেলিত এসব মানুষের সেবায় সংগঠন পরিচালনে তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য, লালমনিরহাট রেলওয়ে ষ্টেশনে সংগঠনটির প্রতিষ্টার পর থেকেই প্রতি বৃহস্পতিবার বাদ এশা দুস্থ ও ছিন্নমুল মানুষের মাঝে তবারক বিতরন সহ বিভিন্ন সময় তাদের ঐষধ,চিকিৎসাসহ সাহায্য সহযোগীতা করে থাকেন।