“মধ্য দুপুর”
মধ্য দুপুর
সোনা রোদ্দুর
তুমি আমি দুজনে,
না বলা কথা
একটু নিরবতা
কাছাকাছি নির্জনে,
ব্যস্ত শহরে
কিছুটা অদুরে
নিরিবিলি কিছুটা সময়,
আকাশের নীলে
ভালোলাগা মিলে
করেছি ভালোবাসার জয়।
“আমার তুমি তোর আমি”
জানি না তুমি কেমন করে
মনে কথা নিস বুঝে ?
হারিয়ে গেলে কেমন করে
আমায় আবার পাস খুজে ?
বর্ষাকাশের ঝড়ো মেঘেও
কোন আলোর তুই ঝলকানি ?
মাঘের শীতেও তোর বুকেতে
কিসের এত বলকানি ?
তোর চোরাবালি হাসি আমায়
ডুবায় কেন অজান্তে ?
তোর পরশে কিসের সুখ
ক্লান্ত দিনের শেষান্তে ?
অভিমানে কাদলে পরে
কেমনে করিস সমাধান ?
তুই কি তবে সকল চাওয়া
সকল পাওয়ার অবসান ?
তোকে ঘিরেই সারাটিক্ষণ
আমার মতো পাগলামি,
সুন্দর এ পৃথিবীতে
তুই আমার তোর আমি ॥