কবিতা
হারানো শৈশব
কত যে মধুর ছিলো,
ছিলো কত সুর
খুজে দেখি শৈশব
আজ বহুদূর।।
কত হাসি কত গান
কত রং ছবি
ধুয়ে মুছে যেনো আজ
হারিয়েছে সবি।।
স্বপ্নেরা চলে গেছে
উড়ে নীল গগণে
মিষ্টি সুবাস নেই
এই মন পবনে।।
যেতে যেতে আজ মন
পথ অজানায়
খুজে ফেরে সেই দিন
ভুল মোহনায়।।