“ভালবাসার সাদা মেঘ”
কালো মেঘ দেখে দেখে
ঘোলাটে নয়ন,
সাদা মেঘ যেও নাকো
থাকো কিছুক্ষণ!
কেন এত তাড়া শুনি
বলতো তোমার?
ভালোলাগে বোঝনা কি
মনটা আমার?
ফুরফুরে সাদা তুমি
আকাশের নিলে,
কিছু কথা বলি চলো
তুমি আমি মিলে।।
তবু তুমি যাবে যাও
এসো গো আবার
ভালোবাসি,,,
ভয় নেই
পথ হারাবার।।