এ.এস লিমন, রাজারহাট (কুড়িগ্রাম) ।। কুড়িগ্রামের রাজারহাটে ৩৯বোতল ফেনসিডিলসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে রংপুর র্যাব-১৩।৫ মার্চ, শুক্রবার, রাজারহাট থানা পুলিশ তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, রংপুর র্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে ৪মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর ব্রীজেরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৩৯ বোতল ফেনসিডিল সহ এরশাদুল হক (৩৮)কে আটক করে রংপুর র্যাব কার্যালয়ে নিয়ে যায়।
সে ওই এলাকার মৃত মোকছার আলীর পুত্র। পরে ৩৯বোতল ফেনসিডিলসহ আটককৃতকে র্যাব-১৩ রাজারহাট থানা পুলিশের হাতে সোপর্দ করে। এ ব্যাপারে রাজারহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে। যার মামলা নং ০১।
৫মার্চ, রাজারহাট থানা পুলিশ আটককৃত মাদকব্যবসায়ী এরশাদুল হককে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে বলে রাজারহাট থানার ওসি মো:রাজু সরকার নিশ্চিত করেন।