আনিসুর রহমান, কুড়িগ্রাম ::: কুড়িগ্রামের রাজারহাটে’ নবপ্লাবন”সামাজিক সংগঠনের উদ্যোগে অসহায়, অবহেলিত ও গরিব, দু:খী মানুষের মাঝে শীতবস্ত্র এবং মাক্স বিতরণ করা হয়।
সম্প্রতি রাজারহাট উপজেলার চাকির পশার ইউনিয়নের, ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে শীতবস্ত্র এবং মাক্স বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম, জাহানুর আলম সোহেল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রাজারহাট, উপজেলা আওয়ামীলীগ। তৌহিদ ব্যাপারী, সদস্য বাংলাদেশ ছাত্র লীগ রাজারহাট উপজেলা।চাকির পশার ইসলামিয়া মাদরাসার সুপার মো: মানিক মিয়া।
এছারাও উপস্থিত ছিলেন, নবপ্লাবন”সামাজিক সংগঠনের সকল সদস্যবৃন্দ। সংগঠনের শিক্ষা বিষয়ক সমম্পাদক এম এ হান্নান বাবু বলেন, সকলের আন্তরিকতাও সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই যারা আমাদের এই প্রোগামে উপস্থিত হয়ে আমাদেরকে ভালো দিক নির্দেশনাও উৎসাহ দিয়ে সহযোগিতা করেছেন।