এ.এস লিমন, রাজারহাট (কুড়িগ্রাম) ।। রাজারহাট উপজেলার সদর ইউপির কৈলাশকুটি গ্রামে বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ওই গ্রামের কৃষক সেকেন্দার আলীর গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত। অগ্নিকান্ডে ৪টি গরু, ২টি ছাগল, আলু বিক্রির গচ্ছিত ১ লাখ ১৫ হাজার টাকা, ধান-চাল, হাঁস-মুরগীসহ ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে।
খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিসের ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে সবকিছু পুড়ে ভষ্মিভূত হয়েছে।
২২ এপ্রিল বৃহস্পতিবার রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারটিকে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল (সাবু)।