মোতাহার হোসেন, মিঠাপুকুর (রংপুর) থেকে ।। রংপুরের মিঠাপুকুর উপজেলার পাইকান এলাকার একটি আমবাগান থেকে আজিজল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭জুন)সকাল আনুমানিক ৯টার টার দিকে উপজেলার লতিবপুর ইউনিয়নের পাইকান গ্রামের লাহুদ মিয়ার আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত আজিজল পার্শ্ববর্তী ময়েনপুর আগারী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষ্যদর্শী সুত্রে জানা গেছে, পাইকান গ্রামের লাহুদ মিয়া তার কৃষিজমিতে কাকরুল চাষ করেছেন। একই জমিতে সাথী ফসল হিসেবে শতাধিক হাড়িভাঙ্গা আমের গাছ লাগান তিনি। চলতি মৌসুমে গাছগুলোতে হাড়িভাঙ্গা আম ধরেছে। পার্শ্ববর্তী খোড়াগাছ ইউনিয়নের মৌসুমি আম ব্যবসায়ী পলাশ ও সাইফুল মিয়ার কাছে আমবাগানটি বিক্রি করেন, বাগান মালিক লাহুদ।
আমবাগানটি ক্রয় করার পর গত ৩/৪ দিন থেকে আজিজল মিয়া রাত্রিযাপন করে ওই আমবাগান পাহারা দিচ্ছেলেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষি শ্রমিকেরা ওই আমবাগানের অস্থায়ী ঝুপড়ি ঘরে তার মৃতদেহ দেখতে পান। এরপর স্থানীয় উৎসুক জনতা লাশটি দেখতে ভিড় জমায়।
পরে সকাল ১০টায় মৃত আজিজল মিয়ার স্বজনেরা ঘটনাস্থলে এসে ধারণা করেন ঐ বৃদ্ধের স্বাভাবিক মৃত্যু হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় কোন বাদী না থাকায় আইনী কোন পদক্ষেপ নেয়া হয়নি। তার স্বজনরা বৃদ্ধের লাশ তার বাড়িতে নিয়ে গেছেন।