কামরুজ্জামান সেলিম, রংপুর।। রংপুর নগরীর মাহিগঞ্জ থানার নব্দীগঞ্জের বাজারের মৃত রমিজ উদ্দিনের ছেলে বাচ্চু মিয়ার জমি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে ফিরোজ গং এর বিরুদ্ধে ।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় একবছর পূর্বে ক্রয়সূত্রে পাপ্ত নামীয় নিম্ম তফসিল ভুক্ত মোট ১১ শতক জমি রুহুল আমিনের ছেলে ফিরোজ হোসেন(৩৫)সেলিম মিয়া(৩২)মেহেদী হাসান (২০) সাং-তালুক পশুয়া মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার আওয়াধীন রংপুরগণের নিকট দলিল নং-২৭৭৯ মুলে বিক্রিয় করে। দলিলে চৌহুদী পূর্ব পশ্চিমে বিক্রয়কৃত-১১ শতক জমি উল্লেখ করিয়া বিক্রয় করিলে বিবাদীরা উক্ত জমির নকশা উওর দক্ষিন দেখাইয়া দলিল তৈরী করিয়া জমির উপর থাকা দোকান ঘর অবৈধভাবে দখলের জন্য মরিয়া হয়ে পড়ে।বাচ্চু মিয়ার পূর্বে দলিলে উল্লেখিত জমির চৌহুদী দেখাইলে ফিরোজ গং ক্ষিপ্ত হয়ে দলিল না মানিয়া গায়ের জোরে দোকান ঘর দখলের চেষ্ঠা করে।তাৎখনিক বাচ্চু মিয়া প্রতিবাদ করে,একপর্যায়ে ফিরোজ গং এর সাথে বিরোধ সৃষ্টি হয়। ২৬ -০৭-২০২১ইং সকালে ফিরোজ গং তার বাহিনী দিয়ে জোর পূর্বক জমির উপর দিয়ে সিমানা প্রাচীর নির্মান করিতে থাকে।বাচ্চু মিয়া উপস্থিত হয়ে বাধা দিলে তাকে হত্যার হুমকি দিলে আমি ঘটনাস্থল থেকে পালিয়ে যাই।পরবর্তীতে বাচ্চু মিয়া মাহিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিওিতে সুষ্ঠ ও তদন্ত সাপেক্ষে সুন্দরভাবে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরআলমকে নিস্পওির দায়িত্ব দেওয়া হয়।
গত ২৯-০৭-২১ ইং দুপুরে মিমাংসা বেঠক ৫ঘন্টা ব্যাপি হলেও সমাধান করতে ব্যর্থ হন।উপস্থিত সকলের উদ্দেশ্যে চেয়ারম্যান বলেন দুই দিনের মধ্যে নিস্পওির আশ্বাস দেন। গত-০১-০৮-২১ তারিখেএকতরফা রায় দিয়ে বিবাদীকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।এতেকরে পূনরায় ফিরোজ গং প্রাচীর নির্মানে ব্যস্ত হয়ে পড়ে।অভিযোগের ভিওিতে জানাযায় বিবাদীরা সুকৌশলে বাচ্চু মিয়ার জমির উপর থাকা ৫টি বড় মাপের দোকান ঘর ভাড়া নিয়ে নিজের দাবি করে।এ নিয়ে নব্দীগঞ্জ বাজারে চরম উত্তেজনা বিরাজ করছে। তাই ন্যায় বিচার পাওয়ায় আশায় পরিবারটি রংপুরের বিভাগীয় কমিশনার,জিআইজি, জেলা প্রশাসক,পুলিশ সুপার,মহানগর মেট্রোপলিটন কমিশনারের, নিকট সুবিচারের আশা করছেন ভুক্তভোগী।