স্টাফ রিপোর্টার ।। শোকাবহ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসটি জেলা প্রশাসনের পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে লালমনিরহাট আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
সকালে জেলা আওয়ামীলীগ অফিসে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করার মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
রোববার (১৫ আগষ্ট) লালমনিরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে আলোচনা সভা শেষে জাতির পিতাসহ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
এদিকে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করেন। দুপুরে রেলওয়ে স্টেশনে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন জেলা যুবলীগ।এরপর যুবলীগের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন জায়গায় গাছের চারা বিতরণ করেন।
জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক শাখা শ্রমিক ইউনিয়ন পৃথকভাবে গরীব ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন।
এছাড়া জেলা কৃষকলীগ জেলা আওয়ামীলীগ অফিসের সামনে গাছের চারা বিতরণ করেন।
এসব কর্মসূচিতে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কেন্দ্রীয় নেতা সফুরা বেগম রুমী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারি ভোলা, সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রিন্টু, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা স্বপন ও যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ন কবির, পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, শ্রমিক নেতা বুলবুল আহমেদ, পুনিল চন্দ্র, ট্রাক চালক কল্যাণ সমিতির সভাপতি কোরবান আলীসহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনে নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগেরদিন শনিবার বিকালে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় শহরের কয়েকটি স্থানে পশু জবেহ করে দুস্থদের মাঝে গোস্ত বিতরণ করে জেলা আওয়ামীলীগ।