মোঃ ইমরান ইসলাম, নওগাঁ ।। নওগাঁর নিয়ামতপুরে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হয়েছে ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ডিজিটাল ম্যারথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ।উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, বাংলাদেশ সেনাবাহিনীর ১১ ডিভিশনের দশ মিডিয়াম রেজিমেন্টে আর্টিলারির উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার (পিএসসি), উপজেলার ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম,নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ।
নিয়ামতপুরে চলতি মাসের ৯ ফেব্রুয়ারি হতে ডিজিটাল ম্যারাথনের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন হয়।উপজেলার প্রশাসনের সার্বিক সহযোগিতায় নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ হতে রামনগর মোড় পর্যন্ত ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উদ্বোধনী ডিজিটাল ম্যারাথনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে শত শত ব্যক্তিবর্গ স্বতঃস্ফুর্তভাবে ম্যারথনে অংশগ্রহণ করেন। দুপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিজয়ী ২০ জনকে সনদ সহ তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।