স্টাফ রিপোর্টার ।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে লালমনিরহাটে বিএনসিসি’র স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পেইন এর উদ্বোধন হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারী) সকালে লালমনিরহাট সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর।
পরে কলেজ থেকে বিএনসিসি সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ করে পুনরায় কলেজে এসে শেষ হয়।
শোভাযাত্রায় জনাব মেজর সোমেন কান্তি বড়–য়া, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: খায়রুল কবীরসহ বিএনসিসি’র অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।