মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি ।। মিঠাপুকুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে ভার্যুয়াল পদ্ধতিতে এক আলোচনা সভা উপজেলা পরিবার পরিকল্পনা হলরুমে অনুষ্ঠিত হয়।
রোবার (১১ জুলাই) আলোচনা সভায় ভার্যুয়ালী অংশ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, উপজেলা মহিলা চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শহিদুল ইসলাম, ডাঃ মোঃ জাকির হোসেন।
অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন এফপিআই মমিনুল ইসলাম, আখতারুজ্জামান, নুরুল আলম সিদ্দিকী, মোখতার হোসেন, রিপন চন্দ্র, ফরহাদ হোসেন ও আখতার হোসেন।
এ বছর জনসংখ্যা কায্যক্রমে শ্রেষ্ঠ হয়েছেন পিডাবলিউএ জেসমিন মিরাজ জাহান, এফপিআই রিপন চন্দ্র সাহা, এফ ডব্লিউভি শাহানাজ বেগম, স্যাকমো মমিনুল হক। শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছে মিলনপুর ও শ্রেষ্ঠ এফডব্লিউ সি পায়রাবন্দ ইউনিয়ন।