মিঠাপুকুর প্রতিনিধি ।। মিঠাপুকুরে যথাযোগ্য মর্যাদায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী শেষে পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুন) বিকেলে উপজেলা বেগম রোকেয়া অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সরকার।
উপজেলা আওয়ামী লীগ সদস্য এশারত আলী দলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, বড়বালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ইলিয়াস আলী, লতিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নেয়ামুল হক মন্ডল, চেংমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুন্নবী পাপুল, আওয়ামী লীগ নেতা মাহবুবর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে দুপুরে বেগম রোকেয়া অডিটরিয়ামে পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জন প্রশাসন মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।
অতিথিদের মধ্যে ভার্চয়ালে বক্তব্য রাখেন রংপুর রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এমপি পতœী রেহানা আশিকুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য এমপি পুত্র রাশেক রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান ও সাংগঠনিক সম্পাদক শাহ্ আনোয়ার সাদাত লিমন প্রমুখ।