মোতাহার হোসেন, মিঠাপুকুর (রংপুর) থেকে ।। রংপুরের মিঠাপুকুরে এক অগ্নিকান্ডের ঘটনায় ঘরসহ ৩টি গরু পুড়ে ভষ্মীভুত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীররাতে উপজেলার ৭নং লতিবপুর ইউপির নিঝাল গ্রামের ভ্যানচালক আজগার আলীর বাড়ীতে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, শুক্রবার গভীররাত অনুমান ২টার সময় ওই গ্রামের মৃত শমসের আলীর পুত্র ভ্যানচালক আজগার আলীর বাড়ীতে তার ঘড়ের গোয়ালঘরে আকস্মিকভাবে আগুন লাগে। মুহুর্তে আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়ে।
এতে গোয়ালঘর সহ সেখানে থাকা অনুমান দেড় লক্ষ টাকা মুল্যের ৩টি গরু পড়ে ভস্মীভুত হয়। এলাকাবাসীরা পরে আগুন নিয়ন্ত্রন করলেও ততক্ষনে গোয়ালঘর ও গরু ৩টি সম্পুর্নরুপে পুড়ে যায়।
এঘটনার সংবাদ পেয়ে মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার গতকাল সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তার সংগে ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা মোস্তাকিন রিপন মাষ্টার। উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার ক্ষতিগ্রস্থ ভ্যানচালক আজগার আলীকে ব্যাক্তিগতভাবে নগদ ৫হাজার টাকা এবং কিছু কাপড়চোপড় সহায়তা করেন এবং তাকে সরকারীভাবে পরিপুর্ন সহযোগীতার আশ্বাস দেন।