শাহারিয়া শাহাদাৎ, চাঁপাইনবাবগঞ্জ ।। ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর মহল্লার হোটেল শ্রমিক রুবেল ও আঙ্গুরী দম্পত্তির ঘরে জন্ম নেওয়া পেট জোড়া লাগানো যমজ শিশুদুটির আজ রবিবার দুপুর ১ টার দিকে অপারেশন করা হয়। কিছুক্ষণ পর সেই জমজ শিশু দুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
উল্লেখ্য; গত ১১ জানুয়ারী সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে পেট জোড়া লাগানো দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম দেন তার মা আঙ্গুরী বেগম।
শিশু দুটির মধ্যে একটি ছেলে অপরটি মেয়ে। তাদের পৃথক লিঙ্গ থাকলেও কোন পায়ুপথ নেই। এজন্য শিশু দুটির অপারেশন করার পরামর্শ দিয়ে তাদের বাড়ি প্রেরণ করা হয়। বর্তমানে শিশু দুটি সুস্থ রয়েছে।
কিন্তু অসহায় পিতা রুবেল শিশুর চিকিৎসা খরচের জন্য বিপাকে পরেন। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক শিশুদের সুস্থ্য করতে চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন।