আজ ১৭ জানুয়ারি, রবিবার-২০২১ বিকেল ৪ টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ, তোপখানা রোড, ঢাকায় ‘আমাদের মুক্তিযুদ্ধে মাদার তেরেসার অবদান’ শীর্ষক আলোচনা ও মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২০ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিশুসাহিত্যিক আলী ইমাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য কবি হামিদুল আলম সখা। স্বাগত বক্তব্য রাখেন কবি আরিফ নজরুল। দেশের জাতীয় গুণী ব্যক্তিত্বকে মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২০ দেওয়া হয়।
তারা হলেন ভাষাসৈনিক, স্বাধীনতা সংগ্রামী ও লেখক নাট্যজন অধ্যাপক মমতাজ উদদীন আহমদ, খ্যাতিমান সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবেদ খান (আজীবন সম্মাননা), আলী ইমাম (শিশুসাহিত্য), ড. ফারজানা ইসলাম তনি (গবেষণা), মীর আক্তারুজ্জামান তারেক (সাংবাদিকতা), অধ্যাপক ড. ইসমেত আরা (গবেষণা), অধ্যাপক ড. শামসুল আলম মিঠু (কৃষি গবেষণা), সৈয়দ শফিকুর রহমান পলাশ (সাংবাদিকতা ও সমাজসেবা), শাম্মী তুলতুল (কথাসাহিত্য), শ্যামলী ইসলাম (সংগঠক), মোহাম্মদ হোসেন (প্রশাসক) প্রমুখ।
(প্রেস বিজ্ঞপ্তি)