রুবেল চৌধুরী, দিনাজপুর ::: বৃহস্পতিবার, (১৪ জানুয়ারি) বেলা ১২ ঘটিকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, দিনাজপুর সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক সদর উপজেলার ঠাকুরাইন বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৪৮হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এসময় দিনাজপুর জেলা সহকারী পরিচালক মোছাঃ মমতাজ বেগম নেতৃত্বে জেলা পুলিশের ১টি টিম,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা, জেলা বাজার কর্মকর্তা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।