আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা ।। সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা সদরে আজ করোনা সংক্রামণ বেড়ে যাওয়ায় নিজ জেলার মানুষকে করোন মোকাবেলায় সচেতনতা করতে ও লকডাউন নিশ্চিত করতে শুক্রবার ঢাকা থেকে সাতক্ষীরায় এসে প্রবল বৃষ্টির মাঝে হ্যান্ড মাইক নিয়ে সচেতনতা বিষয়ক বার্তা ছড়িয়ে দিচ্ছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক। তিনি হ্যান্ড মাইকের মাধ্যমে সকলকে মাস্ক পরিধান ও বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার আহবান জানান।
সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৯জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পজিটিভ ১জন। বাকি ৮জন করোনা উপসর্গে মারা গেছে। এছাড়া মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও ৬টি ক্লিনিকে ৩৬১ জন ভর্তি রয়েছে। এরমধ্যে পজিটিভ ৩৮ জন। পাশপাশি ৮২৯ জন করোনা পজিটিভ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। এছাড়াও জেলায় মোট পজিটিভ মৃত্যু ৫৭জন ও করোনা উপসর্গে মৃত্যু ২৬৬ জন। জেলায় এপর্যন্ত মোট আক্রান্ত ২৭৮৪জন। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেলে ৯২জনের করোনা টেষ্টে ৫৬জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৬০ দশমিক ৮৭ শতাংশ।
এছাড়াও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলার অন্তর্ভূক্ত ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৭৮টি ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদকদের অবগতির জন্য জানিয়েছেন, কোভিড-১৯ সাতক্ষীরা জেলায় মারাত্মক আকার ধারণ করায় জেলা প্রশাসনকে সহযোগিতার জন্য জেলাব্যাপি ইউনিয়ন, উপজেলা, পৌরসভা এবং জেলায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কোভিড-১৯ কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি’র পরামর্শ মোতাবেক গঠন করার জন্য জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক ও সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম আহ্বান জানান।