(বেদনার ভগ্নাংশ)
মোঃ বদরুল ইসলাম
জীবন জুড়ে যত ক্ষতবিক্ষত স্মৃতিচিহ্ন আছে,
সব কি মুছে যায় সময়ের ভাঁজে !
ধুলোর আস্তরণে ঢাকা পথ কি কখনো
মুছে ফেলতে পারে পচা অতীত !
বুকের ভেতরে থাকে তো বেদনার ভগ্নাংশ,
থাকে পাওয়া না পাওয়ার জটিল সমীকরণ,
সমুদ্রের বুকে ঢেউ গোনা সহজ সরল —
আকাশের খসে পড়া উল্কাতেও
ব্যর্থতার হিসেব টানা সহজ,
শুধু হিসেব মেলেনা পুঞ্জিভূত বেদনার —
সমুদ্রের বিক্ষুব্ধ জলরাশিতে চোখ রাখি,
ক্ষয়ে যাওয়া বালিতটকে অনুভব কর
আমার ক্ষয়িষ্ণু পায়ের পাতায়,
দেখি,নোনাজল আর মসৃণ বালির সাথে
গোধূলির ভীষণ মাখামাখি।