স্টাফ রিপোর্টার ।। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে আলোচনা সভা, দোয়া, দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন ও অনুদানের অর্থ বিতরণ করা হয়।
রবিবার সকালে জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু জাফরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক সালমা জাহান ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমি, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকি প্রমুখ।
এসময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকেই বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী ও জাতীয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর।