লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী স্থলবন্দরে ট্রাকের চাপায় তোবারক হোসেন মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বুড়িমারী বাজার থেকে বাড়ি ফেরার পথে বুড়িমারী ইউনিয়নের বাঁশকল- কামারেরহাট- পাটগ্রাম আঞ্চলিক সড়কের উফারমারা সোনারভিটা এলাকায় ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বুড়িমারী ইউনিয়নের উফারমারা সোনারভিটা গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে তোবারক হোসেন মন্ডল নিহত হয়েছেন।
বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খালি ট্রাকটি পিছনের চাকা দিয়ে তোবারক হোসেন মন্ডলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের লাশ জানাজা ও দাফনের জন্য থানা পুলিশের নিকট থেকে তাঁর ছেলে গ্রহণ করেছে।’
এ বিষয়ে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, যশোর ট-১১-৫১৭৩ ঘাতক ট্রাকটি থানা পুলিশ আটক করেছে। নিহত ব্যক্তির স্বজনেরা কোনো মামলা বা অভিযোগ করবেন না জানিয়ে লাশ চায়। জানাজা ও দাফনের জন্য লাশ নিহত ব্যক্তির ছেলের নিকট হস্তান্তর করা হয়েছে।