বাংলার সংবাদ ডেস্ক ।। মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার মেয়রের বাসভবনের সামনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তার স্ত্রী কানন বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (১০ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন।
মেয়র আব্দুস সালামের স্ত্রী কানন বেগম শরীরের ৮০ ভাগ দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের রামগোপালপুরের মেয়রের বাসভবনে আকস্মিক বিস্ফোরণে কানন বেগমসহ আরও অন্তত ১৩ জন দগ্ধ হন। তবে মেয়র সালাম অক্ষত ছিলেন।