স্পোর্টস ডেস্ক ।। আইসিসি ওয়ানডে সুপার লিগ বা ২০২৩ সালের বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসির প্রকাশিত সুপার লিগে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।
৬ ওয়ানডে খেলে ৪টিতে জিতে ৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে অজিরা। সমান ৩০ পয়েন্ট বাংলাদেশ, আফগানিস্তান ও ইংল্যান্ডের। তবে, নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে বাংলাদেশ। এরপরেই অবস্থান ইংল্যান্ড ও আফগানিস্তানের।
তিন ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ২০, পাঁচ ম্যাচ খেলে সমান পয়েন্ট উইন্ডিজের। তলানিতে থাকা জিম্বাবুয়ের সংগ্রহ ১০ পয়েন্ট।