বাংলার সংবাদ ডেস্ক ।। হেফাজতে ইসলামের আমির আল্লামা বাবুনগরীর জানাজার নামাজের সময় সন্ধ্যা সাড়ে ৭টার পরিবর্তে বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১১টায় হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর মোহাম্মদ ইদরিস।
তিনি বলেন, এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে তাই, জানাজার সময় পরিবর্তন করা হয়েছে। এখন রাত ১১টায় জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় তাকে দাফন করা হবে। সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে মারা যান। তার মরদেহ চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে রয়েছে।
জুনায়েদ বাবুনগরীর লাশ হাটহাজারী মাদরাসাতে তার শিক্ষার্থী ও সাধারণ মানুষের দেখার জন্য রাখা হয়েছে। বিকেলে জানাজার আগে তার লাশ পরিবারের লোকজনের দেখার জন্য তার গ্রামের বাড়ি ফটিকছড়িতে নিয়ে যাওয়া হবে। ফটিকছড়িতে পরিবারের লাশ দেখা শেষে আবারও তার মরদেহ জানাজার জন্য হাটহাজারী মাদরাসাতে নিয়ে আসা হবে।