বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি রংপুর বিভাগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোঃ শরিফুল ইসলাম সবুজ “আহ্বায়ক” ও নুরনবী নুরকে “সদস্য সচিব” নির্বাচিত করা হয়।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহারিয়ার রিয়াজ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক আসাদুর রহমান ও সদস্য সচিব নুরনবী রাহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির তালিকা সংগৃহীত
উক্ত রংপুর বিভাগের আহ্বায়ক কমিটিতে মোঃ শরিফুল ইসলাম সবুজ “আহ্বায়ক” ও নুরনবী নুরকে “সদস্য সচিব” করে ১৬ বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এতে কেন্দ্রীয় নির্বাহী কমিটি বলেন, রংপুর বিভাগের আহ্বায়ক কমিটি মানবতার কাজে নিজেকে উৎসর্গ করবেন। আগামী ১ মাসের মধ্যে রংপুর বিভাগের সকল জেলা, উপজেলা কমিটি গঠন করে রংপুর বিভাগের পূণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশ দেন। তাছাড়াও দেশ ও দেশের মানুষের কল্যাণে এসব কমিটি কাজ করবেন এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ ও মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।