মোঃ ইউসুফ শেখ, (ব্যুরো প্রধান), খুলনা ।। ২৩ জানুয়ারি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান কার্যক্রমের শুভ (অনলাইন) উদ্বোধন করতে যাচ্ছেন।
এ উপলক্ষে খুলনার ডুমুরিয়ার চলছে বর্নাঢ সাজ সাজ রব সেই সাথে জন মনে তৈরি হয়েছে এক অন্যরকম আমেজ।
এই উদ্বোধন অনুষ্ঠানের আদ্যোপান্ত সমন্বয় করছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোহাম্মদ হেলাল হোসেন পিএএ ।
আজ শেষ মুহুর্তের তদারকি করতে যান খুলনার মান্যবর বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি এবং খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। সকল আয়োজন সম্পন্ন। এখন অপেক্ষা শুধু কাঙ্ক্ষিত মুহুর্তের।