রুবেল চৌধুরী, দিনাজপুর ।। দিনাজপুরের ফুলবাড়ীতে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২২ এপ্রিল সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজনে গ্রাম পুলিশদের মাঝে সরকারী সাইকেল বিতরণ ও কোভিড-১৯সংক্রমন থেকে নিজেকে সুরক্ষা রাখার জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য শেষে নিজে হাতে মাস্ক বিতরণ করেন।
ফুলবাড়ি পার্বতীপুরের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মোস্তাফিজুর রহমান ফিজার এম পি সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন, উপজেলার পরিষদ চেয়ারম্যান জননেতা আতাউর রহমান মিল্টন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মন্জু রায় চৌধুরী প্রমূখ।