রুবেল চৌধুরী, দিনাজপুর ।। দিনাজপুরের ফুলবাড়ীতে কোভিড-১৯ লকডাউন কর্তব্যরত স্কাউট সদস্যদের ও পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়।
শনিবার (১০ জুলাই) বেলা ১১ ঘটিকায় কোভিড-১৯ লকডাউন কর্তব্যরত স্কাউট সদস্যদের ও পুলিশ সদস্যদের মাঝে বেঙ্গল সিমেন্টের পক্ষ থেকে ছাতা বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, কাজী মোস্তাফিজুর রহমান, সাবেক ছাত্র নেতা ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সৈয়দ মেহেদী হাসান রুবেল টেরিটোরি সেলস্ অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
কোভিড-১৯ লকডাউন কর্তব্যরত স্কাউট সদস্যদের ও পুলিশ সদস্যদের মাঝে মোট ৩৪ ছাতা বিতরণ করা হয়েছে।