আনিসুর রহমান,স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা স্বাস্হ্য পঃপঃ কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েলের বদলীজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১১ফেব্রুয়ারী শুক্রবার রাতে উপজেলা অফিসার্স ক্লাবে প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে উপজেলা স্বাস্হ্য ও পঃ পঃ কর্মকর্তার বদলীজনিত বিদায়ী সংবর্ধনা ও তার কর্মদক্ষতার মাধ্যমে স্বাস্হ্য সেবার মান উন্নয়নে ব্যপক ভূমিকা রাখায় প্রসংশা করেন আগত অতিথিবৃন্দ।
প্রেসক্লাব সভাপতি এসএ বাবলুর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। বিশেষ অতিথি ছিলেন ওসি মোঃ রাজু সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, রংপুর সদর সাবরেজিস্ট্রার, প্রেসক্লাব রাজারহাটের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক বাবু রামজীবন কুন্ডু, রাজারহাট সরকারি মীর ইসমাইল হোঃ কলেজের ভাইস প্রিন্সিপাল সাজেদুর রহমান মন্ডল চাঁদ, চাকিরপশার ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম। অনুভুতি ব্যক্ত করে বক্তব্য দেন বিদায়ী উপজেলা স্বাস্হ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক, কবি ও লেখক মোঃ সরোয়ার হোসেন।
আলোচনা সভা শেষে প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি ও সাধারণ সম্পাদক বিদায়ী কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জুয়েলের হাতে সন্মাননা স্মারক তুলে দেন। এরপর সাবরেজিস্ট্রার রামজীবন কুন্ডু শুভেচ্ছা উপহার ও চাকিরপশার ইউনিয়ন পরিষদের পক্ষ হতে সন্মাননা স্মারক প্রদান করেন।এসময় বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।