বাংলার সংবাদ ডেস্ক ।। মানি লন্ডারিংয়ের ঘটনায় বহুল আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের ঘনিষ্ঠ বান্ধবী নাহিদা রুনাইসহ তিনজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৬ মার্চ) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়ায় অন্য দুইজন হলেন, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী।
নাহিদা রুনাই ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। পি কে হালদারের এই গার্ল ফ্রেন্ড সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছিলেন।
পিকে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে করা দুদকের পাঁচ মামলায়ও নাহিদা রুনাই অন্যতম আসামি। অর্থ লোপাটে সংশ্লিষ্টতায় দুদকের আসামিদের আদালতে দেওয়া জবানবন্দিতেও নাহিদা রুনাই এর বিভিন্ন ব্যাংক হিসাবে ৭২ কোটি টাকা লেনদেনের তথ্য উঠে আসে।