দিনাজপুরের পার্বতীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোছাঃ মমতাজ বেগমের নেতৃত্বে খাদ্যের ভেজাল বিরোধী অভিযান ৪টি দোকানে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দিনাজপুরের কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম নেতৃত্বে ৪ অক্টোবর (সোমবার) সকাল ১১টা পার্বতীপুরের জয়নাল স্টোর কে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ১০ হাজার টাকা, তৌহিদ কনফেকশনারি কে ৮ হাজার টাকা, মিলনের দোকানে ৫ হাজার টাকা, পাল ব্রাদার্সে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ মমতাজ বেগমের বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর ভেজাল বিরোধী অভিযান চলমান আছে ও ভবিষ্যতে থাকবে।
এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা করেন, দিনাজপুর র্যাব-১৩ একটি টিম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কম্পিউটার অপারেটর এরশাদ আলী।