রুবেল চৌধুরী, দিনাজপুর ।। দিনাজপুর জেলার পার্বতীপুরের ১০নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাবেক সফল মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এড্যাভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
১৫ই জানুয়ারি, শুক্রবার সকাল ১০ টায় দিনাজপুর জেলার পার্বতীপুরের ১০নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, ১০নং হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দীন শাহ ও সাধারণ সম্পাদক আরিফুল শাহ প্রমূখ।