রুবেল চৌধুরি, দিনাজপুর ।। বৃহস্পতিবার সকাল ১০ টায় দিনাজপুরের পার্বতীপুরের আমবাড়ি বড়বড়িয়া মাঠে আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ভবন নির্মাণের নির্ধারিত স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে “মুজিববর্ষে অঙ্গীকার করি।
সোনার বাংলা সবুজ কুড়ি” ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও প্রধান উপদেষ্টা পুনাক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) দিকনির্দেশনা, দিনাজপুর জেলা পুলিশের কর্ণধার, মানবিক পুলিশ সুপার, মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) নির্দেশে আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ, এ,এস,আই আশুতোষ রায়, এ,এস,আই শহীদ কিবরিয়া, কনস্টেবল আকরাম, কনস্টেবল শহীদ, কনস্টেবল রেজাউল, কনস্টেবল মমিন, খাদেমুল ইসলাম ডিনার সভাপতি স্বপ্নবাজ প্রমুখ।
এসময় আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, ইন্সপেক্টর আইজিপি দিকনির্দেশনা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বৃক্ষরোপন কর্মসূচীতে আমগাছ, জামগাছ, পেয়ারা গাছ, লেবুগাছ
রোপন করা হয়েছে ও আগামীকাল আরো বৃক্ষরোপন কর্মসূচী কার্যক্রম পরিচালনা করা হবে।