মোঃ ইমরান ইসলাম, নওগাঁ ।। নওগাঁর নিয়ামতপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে কুতুব আলী(৬৮)নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে বলে জানা যায়।
সোমবার দিবাগত রাতে উপজেলার জরুল্যাপুর গ্রামে এ ঘটনা ঘটে।কুতুব আলী উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জরুল্যাপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে।
পুলিশ জানান, সোমবার বিকালে পারিবারিক কলহের জেরে ঐ বৃদ্ধের ছেলে ও বউয়ের সাথে কথা-কাটাকাটি হয়।
সন্ধ্যায় তিনি নিজ ঘরের দরজা বন্ধ করে, পরিবারের সবার অজান্তে ঘরের তীরের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিয়ামতপুর থানার ওসি হুমায়ূন কবির, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনা স্থানে পুলিশ সদস্যরা গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে,নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্নহত্যা। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।