মোতাহার হোসেন, মিঠাপুকুর (রংপুর) ।। রংপুরের মিঠাপুকুরে বাড়ির পাশের খালে নৌকায় চড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ রোববার (১৮ জুলাই) বেলা ১২টার দিকে মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন এর শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত জমজ দুই ভাই হলেন হাসান (৯) ও হোসাইন (৯)। তারা ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
এলাকাবাসী ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, সকালে নাস্তা করে এক সঙ্গে খেলতে বের হয় জমজ দুই ভাই। দীর্ঘসময় তারা বাসায় না আসায় পরিবারের লোকজন খুজাখুজি শুরু করে।
পরে বেলা ১২টার দিকে বাড়ীর পাশের খালের মধ্যে শিশু দুটির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাফ্রিখাল ইউপি চেয়ারম্যান মাহামুদুল ইসলাম।